বিরল (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরলে দৈই-শৈই দিঘির পাড়ের শ্মশানে হিন্দু সম্প্রদায়ের সমাধি ভাঙচুরের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। গতকাল সোমবার দুপুরে এলাকাবাসী দৈই-শৈই দিঘি পাড়ে এ কর্মসূচি পালন করেন। আশরাফুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিরল উপজেলা জাতীয় পার্টির সভাপতি আইনজীবী সুধীর চন্দ্র শীল, হিন্দু মহাজোট আইনজীবী পরিষদের সভাপতি বাবু সরোজ গোপাল রায়, মাইনরিটি রাইটস প্রটেকশন সেলের সাধারণ সম্পাদক শৈলেন কান্তি রায়, বিনয় কান্তি রায় জীবন, নিত্যানন্দ রায়, তুলশী চন্দ্র রায়।
উপস্থিত ছিলেন মঙ্গলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিদুল ইসলাম চৌধুরী বাবুল, বর্তমান চেয়ারম্যান সেরাজুল ইসলাম, নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কাশেম, দৈই-শৈই দিঘি পরিচালনা কমিটির সহসভাপতি নুরল ইসলাম, সাধারণ সম্পাদক বসন্ত কুমার রায়, কষাদক্ষ গোকুল চন্দ্র রায়, সহ-কারী কোষাধ্যক্ষ সচিন মাস্টার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, এ ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য অবিলম্বে বিরল থানার ওসিকে প্রত্যাহারসহ সঠিক তদন্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের আহ্বান জানান।