ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি ফরিদগঞ্জের ১৩টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন গত বৃহস্পতিবার পর্যন্ত ৭৪৫টি মনোনয়নপত্র জমা পড়েছে। এতে চেয়ারম্যান পদে ১০৫ জন সাধারণ সদস্য পদে ৫১৪ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১২৬ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
১৩ টির মধ্যে বালিথুবা পশ্চিম ইউপিতে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৩৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বালিথুবা পূর্ব ইউপিতে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৩৬ জন মনোনয়নপত্র জমা দেন। সুবিদপুর পূর্ব ইউপিতে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৩৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সুবিদপুর পশ্চিম ইউপিতে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৩৯ জন মনোনয়নপত্র জমা দেন। গুপ্টি পূর্ব ইউপিতে চেয়ারম্যান পদে ১২ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৭ জন ও সাধারণ সদস্য পদে ৪২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গুপ্টি পশ্চিম ইউপিতে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৪০ জন মনোনয়নপত্র জমা দেন।
পাইকপাড়া উত্তর ইউপিতে চেয়ারম্যান পদে ১০ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৮ জন ও সাধারণ সদস্য পদে ৪৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গোবিন্দপুর উত্তর ইউপিতে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্যপদে ৩১ জন মনোনয়নপত্র জমা দেন। গোবিন্দপুর দক্ষিণ ইউপিতে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ৪২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
চরদুঃখিয়া পূর্ব ইউপিতে চেয়ারম্যান পদে ১৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৪ জন ও সাধারণ সদস্য পদে ৪৩ জন মনোনয়নপত্র জমা দেন। চরদুঃখিয়া পশ্চিম ইউপিতে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৮ জন ও সাধারণ সদস্য পদে ৩৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া রূপসা উত্তর ইউপিতে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ৪১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রূপসা দক্ষিণে ইউপিতে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত নারসী সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্যপদে ৪৪ জন মনোনয়নপত্র জমা দেন।
আগামী ১২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১৩ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত। ২০ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচার।