বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুর-১ আসনের সাংসদ মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, যখনই দেশে উন্নয়ন হয়, তখনই ষড়যন্ত্র হয়। এ দল কখনো চোরাপথ বা অন্ধকার পথ দিয়ে ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগ জনগণের দল। জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করে যাচ্ছে। আগামী নির্বাচনকে সামনে রেখে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তৃণমূলে আওয়ামী লীগকে আরও শক্তিশালী করতে জেলা-উপজেলায় সম্মেলন হচ্ছে।
গত মঙ্গলবার বিকেলে বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বীরগঞ্জ পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এসব কথা বলেন।
পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া জাকা, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম নুর, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইয়াছিন আলী প্রমুখ। সভা পরিচালনা করেন বীরগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক মো. রফিকুল ইসলাম।
সাংসদ আরও বলেন, সারা বিশ্ব উন্নয়ন দেখলেও দেশের একটি শ্রেণি তা দেখে না, তারা অন্ধ। বাংলাদেশের উন্নয়ন দেখে অনেকের সহ্য হচ্ছে না। যখনই দেশে উন্নয়ন হয়, তখনই ষড়যন্ত্র শুরু হয়। তাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আর শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকতে হবে।