Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

মেঘনার তীর রক্ষা বাঁধের কাজের উদ্বোধন

লক্ষ্মীপুর, কমলনগর ও রামগতি প্রতিনিধি

মেঘনার তীর রক্ষা বাঁধের কাজের উদ্বোধন

লক্ষ্মীপুরে ‘মেঘনা নদীর তীর সংরক্ষণ’ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক গতকাল রোববার দুপুরে কমলনগরের সাহেবের হাটের পাতাবুনিয়া এবং বিকেলে রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের পাটোয়ারীপাড়ায় এ প্রকল্পের কাজ উদ্বোধন করেন।

লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ‘মেঘনা নদীর বড়খেরী, লুধুয়াবাজার এবং কাদির পণ্ডিতেরহাট বাজার’ তীররক্ষা প্রকল্প নামে ৩৩.২৬ কিলোমিটার দীর্ঘ প্রকল্পটি ২০২১ সালের ১ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) পাস হয়। এতে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮৯ কোটি ৯৬ লাখ ৯৯ হাজার টাকা।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন আকন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাংসদ মেজর (অব.) আবদুল মান্নান, লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মো. গোলাম ফারুক পিংকু, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ, অতিরিক্ত মহাপরিচালক অখিল কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, ব্যবসায়ী আবদুল করিম প্রমুখ।

এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে উন্নত পানিসম্পদ ব্যবস্থাপনাই পারে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান ঝড়-জলোচ্ছ্বাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় এলাকা যেন নিরাপদে থাকে। মেগা এ প্রকল্প সম্পন্ন হলে এ অঞ্চলের মানুষের জীবন মান বদলে যাবে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ