বরগুনার তালতলীতে গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সকিনা বন বিভাগ অফিসের সামনের এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আটকরা হলেন শানু মিয়া (৫৫) ও তাঁর স্ত্রী ফিরোজা বেগম।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সোনাকাটা ইউনিয়নের সকিনা বন বিভাগের পাশেই নিজ বাড়িতে শানু মিয়া ও তাঁর স্ত্রী ফিরোজা বেগম গাঁজা বিক্রি করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান চালায়। এ সময় শানু মিয়ার বাড়ির রান্না ঘরে লুকানো ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে স্বামী-স্ত্রীকে আটক করা হয়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাজী শাখাওয়াত হোসেন বলেন, স্বামী-স্ত্রী এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিল। এর পরিপ্রেক্ষিতে শনিবার রাত রাত সাড়ে ১২টার দিকে আমি নিজেই অভিযান পরিচালনা করে তাঁদেরকে ১ কেজি গাঁজাসহ আটক করা করেছি। তাঁদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।