দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে কমনওয়েলথ ও অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। সংস্থা দুটির সঙ্গে গতকাল শুক্রবার আলাদাভাবে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
ওআইসির সঙ্গে বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে অশোক কুমার বলেন, ‘কী ধরনের পরিবেশ আছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী ধরনের মোতায়েন হয়েছে, ভোটারদের মনে শঙ্কা দূর করার জন্য কী কী প্রস্তুতি গ্রহণ করেছি, এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তাঁরা আমাদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট।’
৭ জানুয়ারি একটি দলের ডাকা হরতাল নিয়ে তাঁদের কোনো পর্যবেক্ষণ আছে কি না, এমন প্রশ্নের জবাবে ইসির অতিরিক্ত সচিব বলেন, ‘না। তাঁদের কোনো শঙ্কা নেই। আমাদের প্রস্তুতিতে তাঁরা সন্তুষ্ট।’
বৈঠক শেষে ওআইসির হেড অব ইলেকশন ইউনিট সাকির মাহমুদ ভান্দার বলেন, ‘আমরা এখানে বিদেশি নির্বাচন পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশের জনগণকে সাহায্য-সহযোগিতা করার জন্য এসেছি। আমরা আশা করি, স্বচ্ছ, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে।’
সাকির মাহমুদ ভান্দারের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদলের ইসির সঙ্গে বৈঠক হয়। এতে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান
ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে কমনওয়েলথের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, ‘আমরা বলেছি, ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন, তাঁদের মনে যেন কোনো ভীতি না থাকে, সে জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে আছেন। এতে আশ্বস্ত হয়েছেন কমনওয়েলথের সদস্যরা। তাঁরা সম্পূর্ণ সন্তুষ্ট।’
কমনওয়েলথের প্রতিনিধিদলের মধ্যে ছিলেন জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী এইচই অরিত্রি ব্রুস গোল্ডিং, ক্যামেরুনের সাবেক চেয়ারম্যান ইলেকশন কমিশনার ড. সামিউল আজিউ ফনকাম, নাইজেরিয়ার সাবেক চেয়ারম্যান অব ইনডিপেনডেন্ট ন্যাশনাল ইলেকটোরাল কমিশন প্রফেসর আত্তাহিরু মোহাম্মদ জেগে।