হোম > ছাপা সংস্করণ

এবার বিএনপি নেতাকে পেটালেন কাদের মির্জা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আনছার উল্যাহকে মারধর করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। আনছার উল্যাহ রামপুর ইউনিয়ন পরিষদের সাবেক (২০০২-১০) চেয়ারম্যান। গতকাল বুধবার দুপুরে বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে এক কুলখানি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

লাঞ্ছনার শিকার আনছার উল্যাহ অভিযোগ করেন, গতকাল দুপুরে তিনি যুক্তরাজ্যপ্রবাসী প্রয়াত ওবায়দুল হকের কুলখানিতে যান। একই অনুষ্ঠানে মেয়র আবদুল কাদের মির্জাও আসেন। কিছুক্ষণ পর তাঁকে সামনে পেয়ে কাদের মির্জা বলেন, ‘এই, আপনি তো ভালো করছেন না। আপনি সেখানে (রামপুর ইউনিয়ন) ভোট চোরের (কাদের মির্জার সমর্থক) বিরুদ্ধে কথা বলেন।’

এসব নিয়ে কথাবার্তার একপর্যায়ে কাদের মির্জা তাঁকে চড়থাপ্পড় মারতে থাকেন। পরে উপস্থিত লোকজন তাঁদের দুজনকে দুই দিকে সরিয়ে দেন। অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার চেষ্টা করেও আবদুল কাদের মির্জাকে মোবাইল ফোনে পাওয়া যায়নি।

২০১৬ সালের ইউপি নির্বাচনে মির্জার অনুসারী ইকবাল বাহার চৌধুরী ৯টি কেন্দ্র দখল করে তাঁর নিশ্চিত বিজয় ছিনিয়ে নিয়েছিলেন বলেও অভিযোগ করেন আনছার উল্যাহ।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন বলেন, ‘কুলখানি অনুষ্ঠানে বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যানকে চড়থাপ্পড় মারার ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন