হরিরামপুর প্রতিনিধি
হরিরামপুরে রোকেয়া বেগম (৪০) নামে এক নারীকে একই দিন করোনার দুই ডোজ টিকা দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁকে গতকাল মঙ্গলবার রাতে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর আগে সকালে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওই নারীকে দুই ডোজ টিকা দেওয়া হয় বলে অভিযোগ করেন রোকেয়া বেগম। তিনি উপজেলার মালুচী গ্রামের সাদেক মোল্লার স্ত্রী।
রোকেয়া বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে আমি ইউনিয়ন পরিষদে সুই (টিকা) নেওয়ার জন্য যাই। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একজন বাম হাতে সুই (টিকা) দেয়। কিছুক্ষণ পরে সে আবারও আরেকটা সুই (টিকা) দেয়। এখন সবাই বলছে দুই ডোজ সুই (টিকা) নেওয়ার জন্য সমস্যা হবে। এ জন্য হাসপাতালে এসে ভর্তি হইছি। আমার কোনো সমস্যা নাই। ভয়ে ভর্তি হইছি।’
কাঞ্চনপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী গাজী আল মামুন জানান, ‘আমরা শতভাগ টিকাদান করেছি। এখানে কোনো সমস্যা হয়নি। বিকেলে দুই ডোজ টিকা দেওয়ার বিষয়টির অভিযোগ পেয়ে ওই মহিলার বাড়িতে গিয়েছি। টিকা নেওয়ার পর কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন। আমাদের নির্ধারিত টিকা, দুই ডোজ দেওয়ার সুযোগ নেই। তাঁকে দুই ডোজ দেওয়া হয়েছে কিনা সে নিজেও বলতে পারেনি। এটা সম্পূর্ণ গুজব।’
হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত ডা. হাফিজুর রহমান বলেন, ‘ওই নারীর কোনো সমস্যা নেই। তিনি পুরোপুরি সুস্থ। টিকা পরবর্তী ফলোআপ করতে তাঁকে অবজারভেশনে রাখা হয়েছে। দুই ডোজ দেওয়ার বিষয়ে ওই মহিলাই নিজেও সন্ধিহান রয়েছে।’
হরিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান বলেন, ‘ডাবল ডোজ দিলে যে প্রতিক্রিয়া হওয়ার কথা ছিল, তা তাঁর মধ্যে নেই। ওই নারী পুরোপুরি সুস্থ। তিনি নিজেও বলেননি দুই ডোজ দেওয়া হয়েছে। দুই ডোজ দেওয়ার কোনো উপসর্গ বা প্রমাণও পাওয়া যায়নি।’