‘আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন’-এই প্রতিপাদ্য নিয়ে গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন স্থানে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর:
কোম্পানীগঞ্জ: দিবসটি উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচিতে ইউএনও (ভারপ্রাপ্ত) মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম। বক্তব্য দেন উত্তর রনিখাই ইউপি চেয়ারম্যান মো. ফয়জুর রহমান মাস্টার, উপজেলা প্রকৌশলী মো. শাহ আলম প্রমুখ।
কানাইঘাট: কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে মানববন্ধন শেষে আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরীর সভাপতিত্বে ও ইউএনও সুমন্ত ব্যানার্জির পরিচালনায় বক্তব্য দেন এসি ল্যান্ড মুনমুন নাহার আশা, কানাইঘাট থানার ওসি তাজুল ইসলাম পিপিএম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন প্রমুখ।
জৈন্তাপুর: শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে উপজেলা হলরুমে আলোচনা সভায় ইউএনও নুসরাত আজমেরী হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, এসি ল্যান্ড ফারুক আহমদ, জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আব্দুল মৌলা চৌধুরী প্রমুখ।
বিশ্বনাথ: বিশ্বনাথ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিআরডিবি হলরুমে আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নেছার আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও নুসরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন এসি ল্যান্ড মো. কামরুজ্জামান, বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী ও হাজী মফিজ আলী বালিকা উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা।
গোয়াইনঘাট: দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন, শোভাযাত্রা শেষে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভায় ইউসুফ কামালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ। বক্তব্য দেন ইউএনও মো. তাহমিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, পশ্চিম জাফলং ইউপির চেয়ারম্যান আব্দুস ছালাম প্রমুখ।