নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
‘এই দেশ স্বাধীন না হলে আজকের এই বাংলাদেশ পেতাম না, এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। যাঁদের আত্মত্যাগের বিনিময় এ দেশ স্বাধীন হয়েছে তাঁদের প্রতি আজীবন বিনম্র শ্রদ্ধা ভালোবাসা ও কৃতজ্ঞতাবোধ থাকতে হবে।’ বলেছেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
গতকাল সোমবার দিনারপুর কলেজ প্রাঙ্গণে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ডে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। স্কাউটস নবীগঞ্জ উপজেলা শাখা এর আয়োজন করে।
এ সময় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ বলেন, স্কাউট সদস্যরা প্রত্যেকেই কর্মঠ, কর্মদক্ষতা মেধা ও সৃজনশীলতার মাধ্যমে স্কাউট সদস্যরা সমাজ ব্যবস্থা ও জাতীয় পর্যায়ে একদিন নেতৃত্ব দেবে।
হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান এতে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য দেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন প্রমুখ।