সিলেট প্রতিনিধি
সিলেটে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘জেলা পরিষদ সিলেট-ইনোভেটর বই পড়া উৎসব’ শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার। বেলা ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ উৎসব শুরু হবে।
দেড় দশক ধরে চলে আসা ইনোভেটরের বই পড়া উৎসবের এবারের আসরে অংশ নিচ্ছে ৯৯১ জন শিক্ষার্থী। তার মধ্যে স্কুল ও সমমানের মাদ্রাসা পর্যায়ের ৫৩৫ জন এবং কলেজ, স্নাতক ও সমমান মাদ্রাসার ৪৫৬ জন শিক্ষার্থী রয়েছেন।
সিলেট মহানগর ছাড়াও বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে শিক্ষার্থীরা এ বছর বইপড়া উৎসবের জন্য নিবন্ধন করেছেন।