রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের কাচালং বিজয়পুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বাবু প্রিয়নন্দ চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুপকারী ইউনিয়নের চেয়ারম্যান শ্যামল চাকমা, রুপকারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যন বাবু পারদর্শী চাকমাসহ এলাকায় গণ্যমান্য ব্যক্তিরা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বড় ভান্তে কল্যাণ মিত্র মহাস্তবির ও বোদিআর্যরত্ন মহাস্থবির।
দিনব্যাপী চলমান অনুষ্ঠানে শোভাযাত্রার মাধ্যমে বিশ্ব শান্তি কামনাসহ ধর্মীয় সংগীত পরিবেশন, ত্রিশরণসহ পঞ্চশীল গ্রহণ, বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিষ্কার দান, সীবলী পূজা, কঠিন চীবর দান, কল্পতরু দানসহ নানাবিধ দানীয় সামগ্রী উৎসর্গ করা হয়।