পাইকগাছায় গ্যাস লাইট নিয়ে খেলতে গিয়ে গায়ের জামায় আগুন ধরে শিশু মারাত্মক দগ্ধ হয়েছে। সাজনীন নামে ৫ বছরের এ শিশুকে আশঙ্কাজনক অবস্থায় গতকাল সকালে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। সে উপজেলার চক কাওয়ালী গ্রামের সবুর গাজীর মেয়ে।
শিশুর বাবা সবুর গাজী জানান, গত বৃহস্পতিবার বিকেলে গ্যাস লাইট নিয়ে শিশু সাজনীন খেলছিল। এক পর্যায়ে লাইটটি জ্বালালে তার গায়ের জামায় আগুন ধরে দগ্ধ হয়।
তাৎক্ষণিক পাইকগাছা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তার অবস্থা খারাপ হওয়ায় গতকাল সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ন ইউনিটে পাঠিয়েছেন।