সপাবনার বেড়া পৌর নির্বাচনে পরাজিত চার মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এর মধ্যে সদ্য বিদায়ী মেয়র আব্দুল বাতেনও রয়েছেন। তিনি নবনির্বাচিত মেয়র আসিফ শামস রঞ্জনের চাচা ও স্থানীয় সাংসদ শামসুল হক টুকু ভাই।
জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, গত রোববার ভোট পর্যালোচনা করে দেখা গেছে, ৪২ হাজার ৯১০ ভোটের মধ্যে ৩০ হাজার ৬৪ জন ভোটার এ নির্বাচনে ভোট দিয়েছেন। নিয়মানুযায়ী প্রদত্ত ভোটের ৮ শতাংশ অর্থাৎ ৩ হাজার ৭৫৪ ভোট না পেলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাঁদের জামানত হারাবেন। সে ক্ষেত্রে পরাজিত ৪ প্রার্থীর কেউ ওই ভোট না পাওয়ায় তাঁদের জামানত হারান। সে ক্ষেত্রে নারকেলগাছ প্রতীকের প্রার্থী আব্দুল বাতেন পেয়েছেন ৩ হাজার ৬৬০ ভোট, রেল ইঞ্জিন প্রতীকের আ ফ ম ফজলুর রহমান মাসুদ পেয়েছেন ৩ হাজার ৪৭৯ ভোট, কে এম আব্দুল্লাহ জগ প্রতীকে পেয়েছেন ৮১৭ ভোট ও সাদিয়া আলম মোবাইল প্রতীকে পেয়েছেন ২২৫ ভোট।