বিনোদন প্রতিবেদক, ঢাকা
আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বিটিভি প্রচার করবে বিশেষ অনুষ্ঠান। সকাল ৮টা ২০ মিনিটে রয়েছে প্রামাণ্য অনুষ্ঠান ‘একটি পুষ্পিত নাম শেখ রাসেল’। শেখ রাসেলের নামে প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর আলোচনা সকাল ৯টায়।
গণভবন থেকে ‘শেখ রাসেল দিবস ২০২২’ উদ্যাপন অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে সকাল ১০টায়। শেখ রাসেলকে নিবেদিত কবিতা আবৃত্তি সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে। শিশুতোষ আলেখ্যানুষ্ঠান ‘আমাদের ছোট রাসেল সোনা’ রাত ৮টা ৩৫ মিনিটে। রাত ৯টায় থাকছে বিশেষ নাটক ‘দশটি কফিন ও ইফরানের গল্প’।