মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে জয়ডিহি বাজার কমিটির উদ্যোগে আইনশৃঙ্খলা-বিষয়ক সভা হয়েছে। গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে জয়ডিহি বাজারের মধুমতি রেস্তোরাঁ চত্বরে এ সভা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন মোল্লাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ। এ সময় তিনি থেকে আইন-শৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানান।
এ সভার সভাপতিত্ব করেন জয়ডিহি বাজার কমিটির সভাপতি মো. জিকরুল আলম মিয়া। সঞ্চালনায় ছিলেন জয়ডিহি বাজার কমিটির সাধারণ সম্পাদক সায়েম। উপস্থিত ছিলেন প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এমএম মফিজুর রহমান, উপপরিদর্শক (এসআই) মো. গিয়াস উদ্দিন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট মোল্লাহাট শাখার সভাপতি মো. জাকির হোসেন বাবুল মিয়া, প্রেসক্লাব মোল্লাহাটের জ্যেষ্ঠ সহসভাপতি শরীফ মাসুদুল করিম, সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিব মো. আবু তালেব, সাবেক ইউপি সদস্য ব্যবসায়ী আবুল কালাম, মিরাজ শেখ, শ্রমিক লীগ নেতা মোস্তাফিজুর রহমান নান্টু প্রমুখ।