Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ভোটে নিষিদ্ধ সাংবাদিকদের মোটরসাইকেল

চৌগাছা প্রতিনিধি

ভোটে নিষিদ্ধ সাংবাদিকদের মোটরসাইকেল

যশোরের চৌগাছা ও ঝিকরগাছা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। এরই মধ্যে সাংবাদিকেরা পর্যবেক্ষক হিসেবে আবেদন করেছেন।

তবে চৌগাছা উপজেলা নির্বাচন অফিস তাঁদের নোটিশ বোর্ডে ‘সাংবাদিক সংক্রান্ত নির্দেশনা’ শিরোনামে বেশ কিছু নির্দেশনা জারি করেছে।

সেখানে সবার নিচে বিশেষ দ্রষ্টব্য লিখে বলা হয়েছে, ‘মোটরসাইকেল ব্যবহারের জন্য কোনো স্টিকার ইস্যু করা হবে না।’

এ বিষয় নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাঁরা বলছেন, স্থানীয় সাংবাদিকদের কেউ তো প্রাইভেট বা মাইক্রো ব্যবহার করেন না। তাঁরা মোটরসাইকেল ঘুরেই বিভিন্ন স্থানে সংবাদ সংগ্রহ করেন।

সাংবাদিকেরা আরও বলছেন, নির্বাচনের দিন কোথাও কোনো সহিংসতা হলে দ্রুত যাওয়ার জন্য মোটরসাইকেলই সব থেকে ভালো যানবাহন। তাহলে কেন মোটরসাইকেল ব্যবহার করতে দেওয়া হবে না? তাঁদের দাবি এটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের অন্তরায় হবে।

গতকাল মঙ্গলবার চৌগাছা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এইচ এম ফিরোজ চৌগাছায় কর্মরত সাংবাদিকদের তালিকা নিয়ে উপজেলা নির্বাচন অফিসে গেলে তাঁকে বলা হয়, ‘নোটিশ বোর্ডের নির্দেশনা অনুযায়ী কাগজপত্র রেখে যান। আগামীকাল (আজ বুধবার) সন্ধ্যায় কার্ড নিয়ে যাবেন।’

এ বিষয়ে তাঁর সঙ্গে আর কোনো কথা বলতে রাজি হননি উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সেলিম রেজার মুঠোফোনে কল করা হলে তিনি ব্যস্ত আছেন, পরে কথা বলবেন বলে ফোন রেখে দেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ