হোম > ছাপা সংস্করণ

৫ বারের চেয়ারম্যান পেলেন ৭০৩ ভোট

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের কাহারোল সুন্দরপুর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। ওই ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন পাঁচবারের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান শরিফউদ্দিন আহমেদ। এবারের নির্বাচনে তিনি মাত্র ৭০৩ ভোট পেয়েছেন।

গত রোববার চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে উপজেলার ছয় ইউনিয়নের মধ্যে চারটিতে নৌকা প্রতীকের প্রার্থী এবং দুটিতে স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন। সর্বনিম্ন ভোট পেয়ে জামানত হারান সুন্দরপুর ইউনিয়নের প্রার্থী শরিফউদ্দিন আহমেদ। তিনি উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য।

ভোটের ফল বিপর্যয় প্রসঙ্গে তিনি বলেন, ভোটের তিন দিন আগ পর্যন্ত পরিবেশ ভালো ছিল। কিন্তু শেষ মুহূর্তে দলীয় নেতা কর্মীদের অসহযোগিতার কারণে তিনি হেরে গেছেন।’

শরিফউদ্দিন আহমেদ জানান, তিনি ১৯৮৪ সাল থেকে ভোটের মাঠে পাঁচবার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত নির্বাচনেও তিনি নৌকা প্রতীকে নির্বাচন করে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন।

সুন্দরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিদুল ইসলাম মাস্টার আজকের পত্রিকাকে বলেন, তৃণমূলের ভোট নিয়ে প্রার্থীর তালিকা কেন্দ্রে পাঠালেও উপজেলার সব কটি ইউনিয়নে মনোনয়ন দেওয়া হয়েছে বর্তমান চেয়ারম্যানদের।

শরিফ মাস্টার ভালো লোক কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি বয়সেরভারে ভারাক্রান্ত। এটি তার ১১তম নির্বাচন। গতবার মানুষকে তিনি বলেছিলেন আর নির্বাচন করবেন না। অথচ আবার তিনি ভোটে দাঁড়িয়েছেন। মানুষ তাঁর প্রতি বিমুখ হয়েছে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন