জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অনেককেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে এরই মধ্যে আইনের আওতায় আনা হয়েছে। বিদেশে পলাতক খুনিদের ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে। সরকারের সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’
বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গত সোমবার সন্ধ্যায় রংপুরের কাউনিয়ায় আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
টিপু মুনশি বলেন, ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস, মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের কালিমালিপ্ত বেদনাবিধুর শোকের দিন। বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তারা ভালো করেই জানত, বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ অনেক আগেই উন্নয়নের দ্বারপ্রান্তে পৌঁছে যেত। ষড়যন্ত্রকারীরা তা হতে দেয়নি। কিন্তু তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সেই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।’