পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহাবুবুর রহমান মণ্ডলের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনেছেন ৯ সদস্য। তাঁরা চেয়ারম্যানের অপসারণ দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অনাস্থা প্রস্তাব দিয়েছেন।
ইউপি সদস্যদের অভিযোগ, ২০২১ সালে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই মাহাবুবুর রহমান নিয়মনীতির তোয়াক্কা না করে একচ্ছত্র আধিপত্য বিস্তারের মাধ্যমে কাজ করে আসছেন। কোনো সিদ্ধান্তেই ইউপি সদস্যদের সঙ্গে পরামর্শ করেন না।
তবে যোগাযোগ করা হলে চেয়ারম্যান মাহাবুবুর বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি নেই। উন্নয়ন প্রকল্পের টাকা ভাগ করে দিতে রাজি না হওয়ায় কিছু সদস্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছেন। এরই ধারাবাহিকতায় এই মিথ্যা অভিযোগ ও অনাস্থা এনেছেন তাঁরা।’
এ বিষয়ে ভারপ্রাপ্ত ইউএনও সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দীন বলেন, ‘অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’