আজকের পত্রিকা ডেস্ক
গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রে হস্তান্তর ঠেকাতে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টে আবেদন করেছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। গত বৃহস্পতিবার তাঁর আইনজীবীদের দল এ আবেদন করে।
চলতি মাসের শুরুতে যুক্তরাজ্যের নিম্ন আদালত অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর করা যেতে পারে বলে রায় দেন।
রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে করা আবেদন নিয়ে অ্যাসাঞ্জের আইনজীবীদের যুক্তি, যেসব শর্তে হস্তান্তরের এ অনুমতি দেওয়া হয়েছে, সেগুলো মার্কিন কর্তৃপক্ষের নির্দেশনায় বদলে যেতে পারে।