আজকের পত্রিকা ডেস্ক
আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড ২০২১ এ স্বর্ণ ও ব্রোঞ্জ পদক পেছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের ছাত্র মিসবাহ উদ্দিন ইনান ও উইলিয়াম কেরি একাডেমির জাইমা যাহিন ওয়ারার দল। দক্ষিণ কোরিয়ার দেগু শহরে এই প্রতিযোগিতা সম্প্রতি অনুষ্ঠিত হয়। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিযোগিতায় রোবট ইন মুভি জুনিয়রে স্বর্ণপদক জয় করেছে দলটি। এ ছাড়া দলটি ক্রিয়েটিভ ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক জয় করে।
আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের পক্ষে এটাই প্রথম স্বর্ণজয়। পদকজয়ী মিজবাহ ও জাইমা সম্পর্কে ভাইবোন। তাদের দলের নাম ছিল রোবো স্পার্কাস।
বাংলাদেশ রোবট অলিম্পিয়াড মনোনীত হয়ে দলটি এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়। এ বছরের রোবট অলিম্পিয়াড এর থিম ছিল ‘সোশ্যাল রোবট’।