হোম > ছাপা সংস্করণ

এক সাফে বাংলাদেশের কান্না, আরেক সাফে হাসি

নাজিম আল শমষের

নাটকের নাম বিপিএল

এক-দুবার নয়; ২০২০-২১ মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল গত জুলাই মাসে স্থগিত হয়েছিল তিন তিনবার! করোনায় সংক্রমণ আর মৃত্যুর হার বাড়তে থাকায় ১ জুলাই সারা দেশে লকডাউন ঘোষণা করে সরকার। সরকারের কঠোর বিধিনিষেধের মধ্যেও খেলা চালানোর ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত গভীর রাতে লিগ স্থগিত করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) লিগ কমিটি। ২৪ জুলাই খেলা শুরুর কথা থাকলেও ২৩ জুলাই আবারও স্থগিত হয় লিগ। ৩০ জুলাই হইচই করে খেলা শুরুর ঘোষণা দিয়েও দলগুলোকে মাঠে এনে শেষ পর্যন্ত দুপুরে খেলা স্থগিত করে সমালোচনার জন্ম দেয় লিগ কমিটি। প্রায় ১০ মাস ধরে চলার পর নাটকে ভরা লিগ শেষ হয় গত ২০ সেপ্টেম্বর!

সাবিনাদের মাঠে ফেরা

বৈশ্বিক মহামারিসহ বিভিন্ন কারণে আন্তর্জাতিক ফুটবল থেকে দুই বছর নিজেদের সরিয়ে রেখেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। প্রায় দুই বছরের নির্বাসন শেষে নেপালের বিপক্ষে সাবিনারা মাঠের প্রতিযোগিতায় ফেরেন ৯ সেপ্টেম্বর। ফেরাটা অবশ্য সুখের হয়নি বাংলাদেশের। সেই ম্যাচে ২-০ গোলে হেরে যায় বাংলাদেশ। তিন দিন বাদে একই প্রতিপক্ষের সঙ্গে ড্র করে গোলাম রব্বানি ছোটনের দল।

জেমি অধ্যায়ের সমাপ্তি

সাফ শুরু হতে তখনো হাতে বাকি দুই সপ্তাহেরও কম। এ সময় ১৭ সেপ্টেম্বর জাতীয় দল কমিটির সভা থেকে এল চমকে যাওয়ার মতো এক ঘোষণা, সাফের আগে সরিয়ে দেওয়া হচ্ছে তিন বছর ধরে জাতীয় দলের দায়িত্বে থাকা ব্রিটিশ কোচ জেমি ডেকে। তাঁর জায়গায় সাফে বাংলাদেশ দলের ডাগআউটে থাকবেন বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন। জেমি ডে ছাঁটাই হতে পারেন, এমন গুঞ্জন অবশ্য সাফের কয়েক দিন আগে থেকেই চলছিল। বাংলাদেশের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ সময় কোচিং করানো এই কোচকে নিয়ে অসন্তুষ্ট ছিল বাফুফে।

জামালদের হতাশার সাফ

মাত্র ১০ দিন কোচিং করিয়েই বাংলাদেশকে সাফে ফাইনালে খেলার স্বপ্ন দেখাচ্ছিলেন জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ অস্কার ব্রুজোন। শ্রীলঙ্কার বিপক্ষে ১ অক্টোবর প্রথম ম্যাচে তপু বর্মণের পেনাল্টি গোল থেকে জয় দিয়ে টুর্নামেন্ট শুরুও হয়েছিল বাংলাদেশের। এরপর ১০ জনের দল নিয়েও ইয়াসিন আরাফাতের গোলে ভারতের বিপক্ষে ড্রয়ে ফাইনালের স্বপ্নটাই বড় হচ্ছিল জামাল ভুইয়াদের। স্বাগতিক মালদ্বীপের কাছে হারলেও সম্ভাবনা বেঁচে ছিল বাংলাদেশের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে জয় পেলেই ২০০৫ সালের পর সাফের ফাইনাল খেলত বাংলাদেশ। ম্যাচের শেষ ১৫ মিনিটের মধ্যে গোলরক্ষক আনিসুর রহমান জিকোর লাল কার্ড আর প্রশ্নবিদ্ধ রেফারিংয়ে সমতা ফেরায় নেপাল। ফাইনালের স্বপ্ন ভাঙে বাংলাদেশের।

শ্রীলঙ্কাতেও ব্যর্থতা

মালদ্বীপে সাফের ব্যর্থতার ধাক্কা কিছুটা কাটিয়ে ওঠার সুবর্ণ সুযোগ ছিল শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্টে। চার দলের মধ্যে আফ্রিকান দেশ সিশেলস আর স্বাগতিক শ্রীলঙ্কা ছিল র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশেরও নিচে। এগিয়ে ছিল শুধু মালদ্বীপ। শুধু এই টুর্নামেন্টের জন্য কোচের দায়িত্বে থাকা কোচ মারিও লেমোসের অধীনে প্রথম ম্যাচে সিশেলসের সঙ্গে ড্র করে পয়েন্ট হারালেও পরের ম্যাচে ১৮ বছর পর মালদ্বীপকে হারানোর স্বাদ পায় বাংলাদেশ। ফাইনালে খেলতে শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ড্র হলেই চলত জামালদের। সেটি আর পারেনি বাংলাদেশ।

মেয়েদের সাফে সাফল্য

বাংলাদেশের হতাশার ফুটবলে হঠাৎ হঠাৎ যে সাফল্য আসে তার অধিকাংশই এখন মেয়েদের সৌজন্যে। ব্যর্থতা মেনেই যখন শেষ হতে যাচ্ছিল ২০২১ ফুটবল পঞ্জিকাবর্ষ, তখনই সাফল্য এনে দিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দল। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে অপরাজিত শিরোপার স্বাদ পান মারিয়া মান্ডারা। দুই মাস আগে যে সাফ কাঁদিয়েছিল ছেলেদের জাতীয় দলকে, মেয়েদের বয়সভিত্তিক দল সে সাফ দিয়েই হাসাল পুরো দেশকে।

সালতামামির অন্যান্য আয়োজন:

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন