হোম > ছাপা সংস্করণ

স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের জন্য অনন্য আয়োজন

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি

হাসপাতালের দুটি কক্ষের উন্নত মেঝেতে কয়েকটি শয্যা। বারান্দায় একটি কর্নার। সেখানে শিশুদের বিভিন্ন রাইড। রোগীদের সঙ্গে আসা এসব শিশু রাইডগুলোতে চড়ে আনন্দময় সময় কাটাচ্ছে।

কক্ষের দেয়ালে রয়েছে নানা শিশুতোষ চিত্র।

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সম্প্রতি স্থাপিত নবজাতক ও শিশু ওয়ার্ডের চিত্র এটি। রোগীর সঙ্গে আসা অভিভাবকদের মতে, এটি শুধু ওয়ার্ড নয়, পরম মমতায় ঘেরা নান্দনিক শিশুপার্ক। যেখানে শিশুরা চিকিৎসা নিতে এসে খেলাধুলা করছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের দুটি সজ্জিত কক্ষে দৃষ্টিনন্দন টাইলসের ওপর ১০ রোগীর শয্যা। ওপরের দেয়ালে মীনা-রাজু, টম অ্যান্ড জেরির খুনসুটির নানা দৃশ্য। রোগের যন্ত্রণা ভুলে শিশুরা তাকিয়ে আছে সেগুলোর দিকে। যারা একটু উন্নতির দিকে, তারা এবং সঙ্গে আসা অন্য শিশুরা খেলছে বারান্দাসংলগ্ন কর্নারে।

ওই ওয়ার্ডে চিকিৎসাধীন এক শিশুর অভিভাবক মো. আনোয়ার হোসেন জানান, চার দিন ধরে ছোট মেয়েকে নিয়ে হাসপাতালে রয়েছেন। স্ত্রী মেয়েটিকে দেখছেন। শিশুটি বিভিন্ন খেলনাসামগ্রী নিয়ে ব্যস্ত থাকায় চাপমুক্ত তিনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, চাঁদপুরের সিভিল সার্জন মো. সাহাদাত হোসেন চলতি মাসের প্রথম দিকে ১০ শয্যাবিশিষ্ট নতুন শিশু ওয়ার্ডটির উদ্বোধন করেছেন। এ হাসপাতালে প্রতিদিন গড়ে ১০ জন শিশু রোগী ভর্তি হয়। অন্য ওয়ার্ডে অন্যান্য রোগীর সঙ্গে গাদাগাদি করে শিশুরা সংক্রামক রোগে আক্রান্ত হতে পারে—এই আশঙ্কা থেকে শিশু ওয়ার্ড আলাদা করা হয়েছে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন