কুষ্টিয়ার খোকসায় ছাগল খেতের ফসল খাওয়াকে কেন্দ্র করে দাদি-নাতিকে মারধরের খবর পাওয়া গেছে। গতকাল রোববার সকালে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের বাথান বাড়ি কণ্ঠ গজরা চরে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সকালে প্রতিবেশী রনির ছাগল বারেক মণ্ডলের ছেলে রিপন মণ্ডলের খেতের ফসল খায়। রনিকে ওই সময় রিপন বেধড়ক মারপিট করে। এ সময় নাতিতে রক্ষা করতে এগিয়ে এলে বৃদ্ধা মালেকা খাতুনকে কোপানো হয়। পরে প্রতিবেশীরা আহত মালেকা খাতুন ও রনিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে মালেকাকে মহিলা ওয়ার্ডে ভর্তি করানো হয়।
মালেকা খাতুনের ভাতিজা খলিল মণ্ডল জানান, এ ঘটনায় থানায় মামলা করা হবে।
এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আশিকুর রহমান জানান, এখন পর্যন্ত অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।