বিনোদন প্রতিবেদক, ঢাকা
অনেক বাধাবিপত্তির পর আজ ঢাকায় আসছেন বলিউড তারকা নোরা ফাতেহি। শুক্রবার রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে উইমেন লিডারশিপ করপোরেশনের আয়োজনে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেবেন নোরা। উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড শিরোনামের অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। বিষয়টি নিশ্চিত করছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ইশরাত জাহান মারিয়া। তিনি জানান, নোরা শুক্রবার বেলা ১১টার দিকে মুম্বাই থেকে ঢাকায় আসবেন। তিনি বিশ্রাম নেবেন রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে। রাত ৮টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত অনুষ্ঠানের মঞ্চে হাজির হবেন তিনি। নির্ধারিত প্রোগ্রাম শেষ করে শনিবার বিকেলে বাংলাদেশ ছাড়বেন নোরা ফাতেহি।
জানা গেছে, সন্ধ্যার অনুষ্ঠানে নারী উদ্যোক্তাদের হাতে ক্রেস্ট তুলে দেবেন নোরা। অনুষ্ঠানে নোরা ফাতেহির পারফর্ম করার কথা শোনা গেলেও বিষয়টি পরিষ্কার করেননি ইশরাত জাহান। তবে এরই মধ্যে অনুষ্ঠানের জন্য তিন ধরনের মূল্যমানের টিকিট বিক্রি হয়েছে। ভিআইপি ১৫ হাজার টাকা, গোল্ড ১০ হাজার ও সিলভার ৫ হাজার টাকা।
নোরা ফাতেহির ঢাকায় আগমনের শেষ দিকে আপত্তি জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে বুধবার তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জানান, নোরা ফাতেহিকে নিয়ে অনুষ্ঠান বন্ধের এখতিয়ার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নেই। এরপর ঢাকায় নোরার আগমন নিয়ে শঙ্কা কেটে যায়। তথ্যমন্ত্রী বলেন, ‘নোরা ফাতেহিকে নিয়ে বাংলাদেশে অনুষ্ঠান করার জন্য সংশ্লিষ্টদের অনুমতি দেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড ট্যাক্স বা ভ্যাট আদায়ের বিষয়ে পদক্ষেপ নিতে পারলেও অনুষ্ঠান বন্ধ করার কোনো এখতিয়ার রাখে না।’
এ মুহূর্তে বলিউডের আলোচিত নারী নৃত্যশিল্পীদের একজন নোরা। আইটেম গানের শিল্পী হিসেবে নোরা বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন। এবারের ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও মঞ্চ মাতানোর কথা রয়েছে নোরা ফাতেহির।
নোরা ফাতেহি সম্পর্কিত আরও পড়ুন: