হোম > ছাপা সংস্করণ

সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় নৌকার প্রার্থীরাই

দেবিদ্বার প্রতিনিধি

দেবিদ্বারে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন ১০টি ইউপির নৌকা প্রতীকের প্রার্থীরা। গতকাল শনিবার বিকেলে পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে এ আশঙ্কার কথা জানান তাঁরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সম্পাদক এবং গুনাইঘর দক্ষিণ ইউপির নৌকার প্রার্থী মো. হুমায়ুন কবির। তিনি স্থানীয় সাংসদ রাজী মোহাম্মদ ফখরুলকে ইঙ্গিত করে বলেন, ‘একটি চক্র বিদ্রোহী প্রার্থীদের পক্ষ নিয়ে নৌকাকে পরাজিত করার জন্য উঠেপড়ে লেগেছে। বিভিন্ন ষড়যন্ত্র করছে। সহিংসতা করার উদ্দেশ্যে বিভিন্ন স্থানে পোস্টার ছিঁড়ে, অফিস ভাঙচুর করে আমাদের ওপর দায় চাপাচ্ছে এবং মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিচ্ছে। স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার হয়নি। এ অবস্থায় আমরা সুষ্ঠু নির্বাচন হবে কি না তা নিয়ে চিন্তাই আছি।’

সংবাদ সম্মেলনে নৌকার প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন বড়কামতার মো. নুরুল ইসলাম, এলাহাবাদের মো. সিরাজুল ইসলাম সরকার, বড়শালঘরের মো. ইউনুস মিয়া, গুনাইঘর উত্তরের মো. মোকবল হোসেন, ফতেহাবাদের শাহনাজ মোস্তফা, সুলতানপুরের হুমায়ুন কবির, ইউসুফপুরের কবির হোসেন, ধামতীর সৈয়দ জসিম উদ্দিন ও সুবিলের মো. নজরুল ইসলাম।

নৌকার প্রার্থীদের অভিযোগের ব্যাপারে উপজেলা যুবলীগের সভাপতি মো. আবুল কাশেম ওমানী বলেন, ‘প্রধানমন্ত্রীর অধীনে এ পর্যন্ত সবগুলো উপজেলায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তাঁরা সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে সংবাদ সম্মেলন করেছেন। স্থানীয় সাংসদ নেতা-কর্মীদের নৌকার পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন।’

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুজ্জামান বলেন, ‘নৌকার প্রার্থী হয়ে সংবাদ সম্মেলন করে সরকারের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। যেখানে সারা দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে, সেখানে নৌকা সমর্থিত প্রার্থীরা সুষ্ঠু নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করার ব্যাপারটি আমার কাছে আশ্চর্য লেগেছে।’

এর আগে ২ ফেব্রুয়ারি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে উপজেলার ১৫টি ইউপির স্বতন্ত্র প্রার্থীরা সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছিলেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ