বিনোদন প্রতিবেদক, ঢাকা
পাঁচ বছর পর চ্যানেল আইয়ের পর্দায় আবারও ফিরছে সংগীতবিষয়ক রিয়েলিটি শো সেরাকণ্ঠ। ২০১৭ সালে হয়েছিল এ আয়োজনের সর্বশেষ আসর। সেরাকণ্ঠের এবারের সপ্তম আসরে বিচারক হিসেবে যুক্ত হয়েছেন বাংলা গানের তিন খ্যাতিমান মুখ রুনা লায়লা, রেজওয়ানা চৌধুরী বন্যা ও সামিনা চৌধুরী। আগামী ৯ ডিসেম্বর থেকে বিভাগীয় পর্যায়ে সেরাকণ্ঠের প্রাথমিক অডিশন রাউন্ড শুরু হবে।
আয়োজনের ঘোষণা দিতে গতকাল চ্যানেল আই কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, আয়োজনের স্পনসর প্রতিষ্ঠান ঐক্য ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহীন আকতার রেনী, দুই বিচারক রুনা লায়লা ও রেজওয়ানা চৌধুরী বন্যা। আরেক বিচারক সামিনা চৌধুরী বিশেষ কারণে সংবাদ সম্মেলনে আসতে পারেননি। এ ছাড়া সেরাকণ্ঠের বিভিন্ন আসরের বিজয়ীরাও এসেছিলেন।
এর আগে সেরাকণ্ঠের তিনটি আসরে বিচারকের দায়িত্ব পালন করেছিলেন রুনা লায়লা। এবার তিনি সুপার সিক্সটিন্থ রাউন্ড থেকে বিচারকের আসনে বসবেন। অনুষ্ঠানে প্রতিযোগীদের উদ্দেশে রুনা লায়লা বলেন, ‘এর আগে যাঁরা সেরাকণ্ঠে অংশ নিয়েছিলেন, তাঁদের অনেকেই এখন ভালো করছেন। আমি আশা করব, এবারও আমরা অনেক ভালো কণ্ঠ খুঁজে পাব। আমার একটাই অনুরোধ, যাঁরা এ প্রতিযোগিতায় অংশ নেবেন, আপনারা প্লিজ গানটা ভালো করে শিখে আসবেন। নিয়মিত রেওয়াজ করবেন। এটা ছাড়া এগিয়ে যাওয়ার আর কোনো পথ নেই।’
ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ সিজন-৭ অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মারিয়া নূর। এর আগের আসরেও উপস্থাপনার দায়িত্বে ছিলেন তিনি।