আমরা সাধারণত বাসায় মেহমান এলে তাকে আপ্যায়ন করি। তবে ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার শৌলজালিয়ায় দেখা মিলেছে ভিন্ন এক আপ্যায়নের দৃশ্য। গতকাল শনিবার সেখানকার লোকালয়ে জঙ্গল থেকে দলছুট একটি মুখপোড়া হনুমান চলে আসে। বন্য এ প্রাণীকে বড় কুটুমের মতো মেহমানদারি করতে ব্যস্ত হয়ে পড়েন অনেকে। সাধ্যমতো কেউ রুটি, কেক, কলা-বিস্কুট, এমনকি গাছ থেকে ডাব পেড়ে দেন।
স্থানীয় বাসিন্দা মো. রুবেল হোসেন বলেন, ‘সবাই হনুমানটিকে একনজর দেখতে ভিড় করেন। এ সময় আমি গাছ থেকে ডাব পেড়ে হনুমানটিকে দিয়েছি।’
শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন আজকের পত্রিকাকে বলেন, হয়তো খাবারের খোঁজে জঙ্গল থেকে লোকালয়ে চলে আসছে। লোকজনের আতিথেয়তা ছিল ব্যতিক্রমী।