হোম > ছাপা সংস্করণ

মহাসড়ক অবরোধে ভোগান্তি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

জবাড়ীর গোয়ালন্দে বাসচাপায় ফজের আলী (৪০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন। এ সময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানবাহনের সারির সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এ সময় স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার স্থানে গতিরোধক স্থাপনের দাবি জানান।

গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফজের আলী চরদৌলতদিয়া হাচেন মোল্লা পাড়ার জিন্নাত আলীর ছেলে। তাঁর স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী গোলাপ আলী মোল্লা বলেন, তিনি গোয়ালন্দ বাজারে যাওয়ার জন্য সকাল ১০টার দিকে পদ্মার মোড় এলাকায় মহাসড়ক পার হওয়ার অপেক্ষা করেন। এ সময় দর্শনা ডিলাক্স পরিবহনের একটি বাস গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ড পার হয়ে রোড ডিভাইডারের বাম পাশ দিয়ে দৌলতদিয়া ঘাটের দিকে যাচ্ছিল। বাসটি যখন রোড ডিভাইডার পার হচ্ছিল, ঠিক তখনই গোয়ালন্দ বাজার থেকে মহাসড়কে যুক্ত হওয়া সংযোগ সড়ক থেকে দৌলতদিয়া যাওয়ার উদ্দেশে উঠে আসছিল ভ্যানটি। ভ্যানটি মহাসড়কের মাঝামাঝি চলে এলে ঠিক তখনই বাসটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালকের মৃত্যু হয়।

গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করা হয়।

সিরিয়ালে আটকে থাকা লালন শাহ পরিবহনের চালক আকরাম খান বলেন, ফেরি থেকে নেমে গোয়ালন্দ ফিডমিলে এসে শুনি, দুর্ঘটনা ঘটেছে। এতে মহাসড়ক অবরোধ করে রাখা হয়েছে। প্রায় ১ ঘণ্টা আটকা থেকে ভোগান্তিতে পড়তে হয়েছে।

ফরিদুল ইসলাম নামের এক যাত্রী বলেন, অনেকক্ষণ বাসের মধ্যে আটকা ছিলাম। ছোট বাচ্চাকে নিয়ে গরমে খুব কষ্ট হচ্ছে।

আরেক যাত্রী আনোয়ার হোসেন বলেন, দৌলতদিয়া থেকে গোয়ালন্দ বাজারের উদ্দেশে লোকাল বাসে রওনা হয়েছিলাম, ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এসে দেখি সিরিয়াল। কী আর করা, গাড়ি থেকে নেমেই হাঁটা শুরু করেছি।

রাজবাড়ী সদর ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. কামরুল হাসান বলেন, তিনি খবর পান, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে কিছু লোক দর্শনা ডিলাক্স পরিবহনের একটি বাস চালকসহ আটক করেছে। তিনি সেখানে গিয়ে দেখেন, উৎসুক জনতা চালককে মারপিট করছে। পরে চালককে উদ্ধার করে গোয়ালন্দ ঘাট থানা-পুলিশের হেফাজতে দিয়ে বাসটি জব্দ করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, দুর্ঘটনার কারণে মহাসড়ক অবরোধ রাখা হয়েছে, এমন খবর পেয়ে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি স্থানীয়রা গতিরোধকের দাবিতে গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে দ্রুত যান চলাচল স্বাভাবিক করা হয়। পরবর্তী সময়ে বাসসহ আটক চালককে আহলাদিপুর হাইওয়ে থানা-পুলিশের হেফাজতে দেওয়া হয়।’

আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, ভ্যানচালক ফজের আলীর লাশ গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রাখা হয়েছে। বাসসহ চালককে আটক রাখা হয়েছে। মৃতের পরিবারের সিদ্ধান্তের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন