বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রথমবার একসঙ্গে কোনো দ্বৈত গানে কণ্ঠ দিলেন শাহরিয়ার রাফাত ও আসিয়া ইসলাম দোলা। ‘কী জাদু জানিস’ শিরোনামের গানটি লিখেছেন শাহরিয়ার রাফাত নিজেই। সুর ও সংগীত আয়োজনও করেছেন তিনি। গানটি ব্যবহার হয়েছে মাসুদ রানা অনিক পরিচালিত ‘ভুল মানুষের গল্প’ নাটকে। শিগগির একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে নাটকটি।
শাহরিয়ার রাফাত বলেন, ‘নাটকের গল্পের সঙ্গে সংগতি রেখেই গানটি লেখা এবং সুর করা। দোলার সঙ্গে এর আগেও আমার কাজ হয়েছে। তবে একসঙ্গে দ্বৈত গান করা হয়নি। গানটি নিয়ে আমি আশাবাদী। আমি চাই দর্শক নাটকটাও উপভোগ করুক, গানটাও উপভোগ করুক।’
রাফাত জানান, আগামী সেপ্টেম্বরে তাঁর নতুন চারটি গান একে একে প্রকাশ পাবে। চারটি গান লিখেছেন সোমেশ্বর অলি, মেহেদী হাসান লিমন ও শাহরিয়ার রাফাত নিজে।
রাফাতের মতো দোলাও ব্যস্ত সময় পার করছেন গান নিয়ে। সম্প্রতি প্রকাশ পেয়েছে তাঁর গাওয়া ‘ভালোবেসে নিঃস্ব’ শিরোনামের গানটি। লিখেছেন ও সুর করেছেন রাজীব হোসেন।
দোলা বলেন, ‘কী জাদু জানিস গানটি নাটকের জন্য হলেও শ্রোতারা ইউটিউবে আলাদাভাবে গানটি উপভোগ করতে পারবেন। গানের কথা ও সুর নাটকের গল্পের সঙ্গে দারুণ মানিয়ে গেছে। তাই নাটকের দর্শকের পাশাপাশি গানটি সংগীতপ্রিয় মানুষের মন জয় করবে বলেও আমার বিশ্বাস।’