নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে এক চীনা নাগরিকের আকস্মিক মৃত্যু ঘটেছে। তাঁর নাম জিইউও (৫০)। গতকাল সোমবার বেলা ২টায় দিকে সৈয়দপুরে নির্মাণাধীন ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন।
সৈয়দপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খায়রুল আনাম চীনা নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, লাশের ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।