নওগাঁর আত্রাইয়ে প্রথম শ্রেণির এক ছাত্রীকে (৬) ধর্ষণের অভিযোগ উঠেছে আফাজ উদ্দীন (৫৬) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গত মঙ্গলবার দুপুরে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই শিশু বর্তমানে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে গত মঙ্গলবার রাতে আফাজকে আসামি করে আত্রাই থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে আফাজ উদ্দীন পলাতক রয়েছেন।
ভুক্তভোগী শিশুর বাবা বলেন, তাঁর শিশুকন্যা স্থানীয় একটি মাদ্রাসায় পড়ালেখা করে। গত মঙ্গলবার মাদ্রাসা থেকে ফিরে এক বান্ধবীর সঙ্গে বাড়ির পাশে খেলা করছিল। এ সময় আফাজ উদ্দীন দুই শিশুকে খাবার জিনিস কিনে দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে তাঁর মেয়েকে ধর্ষণ করে।
এ সময় মেয়ের সঙ্গে থাকা বান্ধবী দৌড়ে বাড়িতে এসে তার মাকে বলে দেয়। খবর পেয়ে দুই শিশুর মা ছুটে এলে আফাজ উদ্দীন পালিয়ে যায়। এরপর অসুস্থ শিশুকে তাৎক্ষণিক আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত ডাক্তাররা নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করে। বর্তমানে ধর্ষণের শিকার শিশু নওগাঁ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা সহকারী পরিদর্শক (এসআই) ফিরোজ হোসেন বলেন, ‘শিশুটি নওগাঁ সদর হাসপাতালে ভর্তি রয়েছে। তার মেডিকেল চেকআপ করা হবে।’