আন্তর্জাতিক রুটের বিমানভাড়া কমানোর দাবি জানিয়েছে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ। শনিবার রাতে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সভায় এ দাবি জানানো হয়। নগরীর কাকলী শপিং সেন্টারে সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বিমানবন্দরে প্রবাসী হয়রানি ও হঠাৎ করে বিমান ভাড়া বাড়ানোর প্রতিবাদ করেন। এ সময় বক্তারা বলেন, প্রবাসীদের রেমিট্যান্সে আমাদের দেশের অর্থনীতির চাকা ঘোরে। দেশ উন্নত হয়। প্রবাসীরা নানাভাবে দেশে বিনিয়োগ করে দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সাহায্য করেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, দেশে এলে প্রবাসীদের নানাভাবে হয়রানি হতে হয়। নানা অজুহাতে হঠাৎ করে বিমান ভাড়া বেড়ে যাওয়ায় অনেক প্রবাসী বিদেশে যেতে পারছেন না।
সাধারণ সভায় ২০২১-২০২৬ কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে মো. মামুনুর রশিদ মামুনকে আহ্বায়ক, মাওলানা মুফতি মো. আব্দুর রহমান চৌধুরী, মো. বেলাল উদ্দিন, মো. মাসুদ আহমদ ও এসএম শাব্বীর আমীন তাহমীদকে সদস্য করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।