হোম > ছাপা সংস্করণ

নতুন করে চার দশক আগের গান

বিনোদন প্রতিবেদক, ঢাকা

গানে গানে চার দশক কাটিয়ে দিলেন কুমার বিশ্বজিৎ। ১৯৮২ সালে প্রথম স্টুডিও অ্যালবাম প্রকাশের পর থেকে এখনো বাংলা গানের সঙ্গেই আছেন তিনি। নিয়মিত প্রকাশ করছেন গান। স্টেজ শো করছেন।

সম্প্রতি একটি নতুন উদ্যোগ নিয়েছেন কুমার বিশ্বজিৎ। তাঁর ক্যারিয়ারের শুরুর দিকে গাওয়া জনপ্রিয় গান ‘প্রশ্ন তোমার আমায় কোথায় রাখো, হৃদয় বলে হৃদয়জুড়ে তুমি থাকো’। চার দশক আগের গানটি নতুনভাবে, নতুন সংগীতায়োজনে আবার প্রকাশের ইচ্ছা প্রকাশ করেছেন বিশ্বজিৎ। জানিয়েছেন, এরই মধ্যে গানটির কাজ শুরু হয়েছে। প্রকাশ হবে কোরবানির ঈদে। ‘প্রশ্ন তোমার’ গানটি লিখেছিলেন লিটন অধিকারী রিন্টু, সুর করেছিলেন কুমার বিশ্বজিৎ। নতুনভাবে গানটির সংগীতায়োজনের দায়িত্ব দিয়েছেন কলকাতার রাজাকে।

এ ছাড়া ‘প্রতিটি শুরুর আছে শেষ’ নামে একটি নতুন গান গেয়েছেন কুমার বিশ্বজিৎ। আসিফ ইকবালের লেখা এ গানও প্রকাশ পাবে আগামী ঈদে। কুমার বিশ্বজিৎ বলেন, ‘চার দশক আগের গানটি নতুন করে শ্রোতারা শুনবেন, এটা আমার জন্য বাড়তি ভালো লাগা। গানের সুর ঠিক রেখে সাউন্ড কোয়ালিটি আর সংগীতায়োজনটা আরও আধুনিক করা হয়ছে। আর নতুন মৌলিক গানটিও বেশ সুন্দর হয়েছে। আশা করছি আগামী ঈদেই দুটি গান শ্রোতা-দর্শকদের উপহার দিতে পারব।’

কুমার বিশ্বজিৎ জানিয়েছেন, আগামীকাল রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত একটি অনুষ্ঠানে গান গাইবেন তিনি। এ ছাড়া ৯ জুন গান গাইতে যাবেন খুলনা ক্লাবে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন