Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

আউশের ক্ষতি আমনে পোষাতে চান চাষিরা

জামাল মিয়া, বিশ্বনাথ (সিলেট) 

আউশের ক্ষতি আমনে পোষাতে চান চাষিরা

সিলেটের বিশ্বনাথ উপজেলায় আমন রোপণের ধুম পড়েছে। আমনের ভালো ফলনের আশা করছেন উপজেলার কৃষকেরা। ইতিমধ্যে কৃষকেরা তীব্র গরম উপেক্ষা করে জমি প্রস্তুত করে পুরোদমে আমন রোপণ করছেন। এবার বন্যায় আউশ ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। আমন থেকে সেই ক্ষতি পোষানোর আশা চাষিদের।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর বন্যায় উপজেলার প্রায় ৩ হাজার ৯ হেক্টর আউশ ধান তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হন ১৮ হাজার ৪২ জন কৃষক। এ বছর আমর ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ২০৫ হেক্টর। ইতিমধ্যে লক্ষ্যমাত্রার ৬ হাজার ৬০০ হেক্টর জমিতে আমন ধান রোপণ করেছেন কৃষকেরা। বাকি জমিতে এ মাসের মধ্যেই রোপণ শেষ হবে।

উপজেলার লামাকাজী ইউনিয়নের আবদুছ সামাদ ও সমসের আলীসহ একাদিক কৃষক বলেন, প্রতি বছর আউশের ভালো ফলন হলেও এবার বন্যার কারণে তলিয়ে গেছে, তাঁরা আমন ধান দিয়ে কিছুটা ক্ষতি পোষানোর চেষ্টা করছেন। কয়েক সপ্তাহের মধ্যে আমন রোপণের কাজ শেষ হবে।

উপজেলার ইলামের গাওঁ গ্রামের বাসিন্দা সিতাব আলী বলেন, তাঁদের হাওরে আমন রোপণের কাজ শুরু হয়েছে। রোপণের কাজ শেষ হতে প্রায় মাসখানেক সময় লাগবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় বলেন, এ বছর উপজেলায় স্বল্প জীবন কালের ধান (ব্রি ধান ৭৫, ব্রি ধান ৮৭, ব্রি ধান ৯৫) ব্যাপক পরিসরে সম্প্রসারণ করা হয়েছে। আমন ধানের অবাধ ও পোকার আক্রমণে যেন কোনো ক্ষতি না হয় সে বিষয়ে কৃষি অফিস তৎপর রয়েছে। ইতিমধ্যে কৃষকেরা রোপণের কাজ শুরু করেছেন। এ মাসের মধ্যে রোপণের কাজ শেষ হবে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ