বিনোদন ডেস্ক
কবির খান পরিচালিত ‘৮৩’ ছবি মুক্তি পাচ্ছে ২৪ ডিসেম্বর। ছবির গল্প ১৯৮৩ সালের ২৫ জুনকে ঘিরে। এই দিনে লর্ডসে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ইতিহাস গড়েছিল ভারত। কপিল দেবের নেতৃত্বে সে জয় আজও ভারতীয়দের আবেগাপ্লূত করে। ভারতের এই প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়যাত্রার খুঁটিনাটি, অজানা সব ঘটনা নিয়ে তৈরি এই ছবি।
ভারতের বিশ্বকাপ জয়ের মতো ঐতিহাসিক ঘটনা নিয়ে ছবির প্রেক্ষাপট। মূল চরিত্রে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। ছবিতে রণবীর অভিনয় করেছেন কপিল দেব চরিত্রে। দীপিকা অভিনয় করেছেন কপিল দেবের স্ত্রী রোমির চরিত্রে। ছবিটি সম্পর্কে ইকোনমিক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক কবির খান জানান, ৮৩ লেখার সময় দীপিকার চরিত্রের কথা মাথায় ছিল না তাঁর। কপিল দেবের স্ত্রী রোমির সঙ্গে প্রথমবার দেখা করে তাঁর মনে হয়েছিল, ‘রোমিকে ছাড়া কপিল দেব অসম্পূর্ণ’।
পরিচালকের কথায়, ‘রোমি যেন কপিলের অন্যতম শক্তির উৎস। তাই এ চরিত্রে অভিনয়ের জন্য তিনি দীপিকার কাছে গিয়েছিলেন। খুবই ছোট চরিত্র। কিন্তু যতটুকু আছেন, যেন ছবির প্রাণ হয়ে থাকবেন দীপিকা।’
দীপিকা বলেন, ‘কবির প্রায় দুই বছর ধরে এই ছবি নিয়ে গবেষণা করেছেন। সে সময়ে বিশ্বকাপে অংশ নেওয়া সব খেলোয়াড়ের সাক্ষাৎকার নিয়েছেন। আমি এই ছবির অন্যতম প্রযোজকও। আমাদের বাসায় এই ছবি নিয়ে অনেকবার বৈঠক হয়েছে। প্রথম থেকেই ঠিক করেছিলাম, এটা যেন লুক অ্যালাইক কনটেস্ট না হয়ে যায়। রণবীরকেও সেটা বলেছেন কবির। ও খুব সুন্দর কপিল স্যারকে ফুটিয়ে তুলেছে। শুধু লুকের জন্য নয়, ও যেভাবে সংলাপ বলছে, ওর চাহনি—সবটা মিলেই ও কপিল দেব হয়ে উঠেছে।’
বর্তমানে এই ছবির প্রচারের জন্য সৌদি আরবে রয়েছেন দীপিকা ও রণবীর। তাঁদের সঙ্গে আছেন পরিচালক কবির খান ও কপিল দেব। জেদ্দার বিখ্যাত রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে ইতিমধ্যেই ‘৮৩’ ছবিটি প্রদর্শিত হয়েছে। সেখানেও হাজির ছিলেন এই তারকা জুটি।
সম্প্রতি বুর্জ খলিফায় দেখানো হলো ‘৮৩’ ছবির ট্রেলার। বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিংয়ের দেয়ালে ছবিটির ট্রেলার দেখানো হয়। এই তারকা জুটিরই এক ভক্ত টুইটারে সেই ভিডিও আপলোড করতেই মুহূর্তে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এই ঘটনার সাক্ষী রয়েছেন দীপিকা, রণবীরসহ পরিচালক কবির খানও। পরস্পরের হাতে হাত রেখে বুর্জ খলিফায় নিজেদের ছবির ট্রেলার মুগ্ধ দৃষ্টিতে দেখছেন এই তারকা-দম্পতি।
ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই প্রভাসের সঙ্গে ‘প্রজেক্ট কে’ ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন দীপিকা পাড়ুকোন।