কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে দুজন মিয়ানমারের নাগরিকসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ৭৮ হাজার ইয়াবা বড়ি এবং একটি ট্রলারটি জব্দ করা হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে টেকনাফের সাবরাংয়ের জিন্নাহ খাল এলাকা থেকে ট্রলার ও ইয়াবা জব্দ করে ওই চারজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন হ্নীলা ইউনিয়নের মো. জাহাঙ্গীর আলম (৪২) ও সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের মো. হাফেজ আহমেদ (৪০), মিয়ানমারের দব্রিচাই এলাকার নেম ইউ চ (৩৬) ও মন্দ্রাছ এলাকার ছেওয়াচি (৩৮)।
গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বিজিবি।
২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, আটক ব্যক্তিদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছ।
এ সময় উপস্থিত ছিলেন ২ বিজিবি উপপরিচালক লেফটেন্যান্ট মো. মুহতাসিম বিল্লাহ (শাকিল)।
এ বিষয়ে টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীম আজকের পত্রিকাকে বলেন, বিজিবি আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করেছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।