দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার বুড়িচং উপজেলায় সাংবাদিক মহিউদ্দিন সরকার (২৮) হত্যাকাণ্ডের চার দিন পার হলেও মূল আসামিকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এর প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন সাংবাদিকেরা। গতকাল শনিবার বিকেলে নিউ মার্কেটের স্বাধীনতা চত্বরে এই কর্মসূচির আয়োজন করে দেবিদ্বার প্রেসক্লাব। কর্মসূচি থেকে অবিলম্বে মূল আসামি রাজুকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পুলিশ ও র্যাবকে তথ্য দিয়ে মাদকদ্রব্য জব্দ করতে সহায়তা করায় এবং মাদক ব্যবসা নিয়ে প্রতিবেদন করায় মাদক কারবারিরা সাংবাদিক মহিউদ্দিনের ওপর ক্ষিপ্ত ছিল। এ কারণেই তাঁকে গুলি করে হত্যা করে।
হত্যাকাণ্ডের মূল আসামি রাজুকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে সাংবাদিকেরা বলেন, কেউ যদি মনে করে সাংবাদিকেরা অসহায়, তাহলে সেটা হবে ভুল ধারণা। যদি রাজুকে গ্রেপ্তার করা না হয় তাহলে সাংবাদিকেরা জেলা প্রশাসক, পুলিশ সুপারের কার্যালয় ঘেরাওসহ বৃহত্তর কর্মসূচির ডাক দেবে বলে হুঁশিয়ার করেন।
দেবিদ্বার প্রেসক্লাবের উপদেষ্টা এটিএম সাইফুল ইসলাম মাসুমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহসভাপতি মো. এনামুল হক, মাসুদ রানা, মো. ফখরুল ইসলাম সাগর, সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক শাহীন আলম, দপ্তর সম্পাদক মো. নাছির উদ্দিন, অর্থ বিষয়ক সম্পাদক মো. আরিফুল ইসলাম, ত্রাণ বিষয়ক সম্পাদক মো. ফারুক হোসাইন জনি, ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহফুজ, গবেষণা সম্পাদক মো. আবুল বাসার প্রমুখ।