আগামী ২৬ ডিসেম্বর নোয়াখালীর সদর ও কবিরহাট উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে চলছে প্রার্থীদের নির্ঘুম প্রচারণা।
প্রতীক পাওয়ার পর থেকে চলছে উঠান বৈঠক, গণসংযোগ, পথসভা ও মিছিলসহ চলছে প্রচার। এ সময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চান আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের সর্দার পাড়ায় উঠান বৈঠক করেন নৌকা প্রতীকের প্রার্থী আমির হোসেন বাহাদুর। সর্দার পাড়া ও আশপাশের নারী-পুরুষদের উপস্থিতিতে সন্ধ্যায় শুরু হয় এ উঠান বৈঠক।
এ দিকে নেয়াজপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শেখ জামাল মিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রার্থী আমির হোসেন বাহাদুর। এ ছাড়া উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শহিদ সর্দার, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, যুবলীগ সভাপতি মেসবাহ উদ্দিন শামীম, সাবেক ছাত্রলীগ সভাপতি হুমায়ন কবির প্রমুখ।