আগৈলঝাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও থানা-পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
আগৈলঝাড়া থানা-পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিদর্শক সিদ্দিকুর রহমান বৃহস্পতিবার অভিযান চালিয়ে উপজেলার মোল্লাপাড়া গ্রামের সিদ্ধেশ্বর মল্লিকের ছেলে সুনীল মল্লিককে ১০টি ইয়াবাসহ আটক করেন।
একই দিন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম অভিযান চালিয়ে মুড়িহার গ্রামের জাকির সরদারকে তার নিজ ঘর থেকে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করেন।
এ ছাড়া মাদক কেনা বেঁচার গোপন সংবাদ পেয়ে আগৈলঝাড়া থানার উপপরিদর্শক মাহাবুব হোসেন পশ্চিম গোয়াইল খোকন সিকদারের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে ছলেমান মোল্লাকে আটক করে। এ সময় আটককৃত সালাম মোল্লার শরীর তল্লাশি করে গাঁজার ১০টি পুরিয়া জব্দ করে পুলিশ।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় এই তিন ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করেছেন। পরে গ্রেপ্তারকৃতদের বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ।