বিনোদন প্রতিবেদক, ঢাকা
এক যুগের বেশি সময় শোবিজে কাজ করছেন মেহজাবীন চৌধুরী। এবার তাঁর দেখানো পথেই পা বাড়ালেন ছোট বোন মালাইকা চৌধুরী। মেহজাবীনের যাত্রা শুরু হয়েছিল সুন্দরী প্রতিযোগিতা দিয়ে, আর মালাইকা শোবিজ ক্যারিয়ার শুরু করলেন বিজ্ঞাপনের মডেল হয়ে।
সম্প্রতি প্রচারে এসেছে মালাইকার প্রথম বিজ্ঞাপনটি। ফেসবুকে বিজ্ঞাপনটি শেয়ার করে মালাইকাকে শুভকামনা জানিয়েছেন মেহজাবীন। ক্যাপশনে লিখেছেন, ‘মালাইকা চৌধুরী, তোমার ডেব্যু হলো বিজ্ঞাপনচিত্র দিয়ে। অভিনন্দন রইল।’
মালাইকা জানান, বিজ্ঞাপনটির প্রস্তাব পেয়েছেন বোন মেহজাবীনের কাছ থেকেই। তখন পড়াশোনার চাপ কম থাকায় কাজটি করতে সম্মতি জানিয়েছিলেন মালাইকা। এতে মালাইকার সঙ্গে রয়েছেন নাসেক নাসেকখ্যাত শিল্পী অনিমেষ রায়।
ফেসওয়াশের বিজ্ঞাপনটি বানিয়েছেন আদনান আল রাজীব। মেহজাবীনকে নিয়েও বিজ্ঞাপন বানিয়েছিলেন আদনান। নির্মাতা জানান, নতুন হলেও মেহজাবীনের মতোই মেধাবী মালাইকা। কোনো দৃশ্য একবার বুঝিয়ে দিলেই চট করে বুঝে নিতে পারে। আদনান জানিয়েছেন, সম্প্রতি প্রচারে আসলেও বিজ্ঞাপনটির শুটিং হয়েছিল এক বছর আগে।