পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের আটোয়ারীতে ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মিত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার এই ভবনের উদ্বোধন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ. দা.) মো. আরিফ হোসেন। এ ছাড়া পঞ্চগড় জেলার জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এ এন মো. নাইমুল এহসান, ভাইস চেয়ারম্যান মো. শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মো. হুমায়ুন কবীর, উপজেলা প্রকৌশলী মো. জাকিউল আলম, আটোয়ারী থানার ভারপ্রাপ্ত এ কে এম মেহেদী হাসানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।