ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম প্রধান অতিথি থেকে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান। এ সময় আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান। শপথ পাঠ করেন শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, আগানগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খূশী, কোন্ডা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী ফারুক, তেঘরিয়া ইউপি চেয়ারম্যান মো. লাট মিয়া, বাস্তা ইউপি চেয়ারম্যান মো. আশকর আলী, জিনজিরা ইউপি চেয়ারম্যান সাকুর হোসেন, কালিন্দী ইউপি চেয়ারম্যান ফজলুল হক, শাক্তা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, রুহিতপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী ও কলাতিয়া ইউপি চেয়ারম্যান তাহের আলী।