বদরগঞ্জে চতুর্থ ধাপের নির্বাচনে ১০ ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ২৪ জন। উপজেলা আওয়ামী লীগ তাঁদের নাম কেন্দ্রে পাঠিয়েছে।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ১০ ইউপির মধ্যে পাঁচটিতে আওয়ামী লীগের একক এবং অন্য পাঁচটিতে একাধিক মনোনয়ন প্রত্যাশীর নাম কেন্দ্রে পাঠানো হয়। একক মনোনয়ন প্রত্যাশীর নাম পাঠানো ইউনিয়নগুলো হলো রামনাথপুর, বিষ্ণুপুর, কুতুবপুর, কালুপাড়া ও মধুপুর।
এ ছাড়াও অন্য পাঁচটি ইউনিয়নের মধ্যে দামোদরপুর ইউনিয়নে পাঁচজন, গোপালপুর ছয়জন, রাধানগর তিনজন, গোপীনাথপুর তিনজন ও লোহানীপাড়া ইউনিয়নে দুজনের নাম পাঠানো হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যায় মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসানুল হক চৌধুরী টুটুল। তিনি এ প্রতিবেদককে বলেন, ‘যাঁরা ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের জন্য আবেদন করেছেন তাঁদের সবার নাম কেন্দ্রে পাঠানো হয়েছে। তাঁরা এখন সবাই দলীয় ফরম নিতে ঢাকায় অবস্থান করছেন। মাননীয় প্রধানমন্ত্রী যাঁদের মনোনয়ন দেবেন, তা মেনে নিয়ে সবাইকেই নৌকার পক্ষে কাজ করতে হবে।’