হোম > ছাপা সংস্করণ

চার জেলায় সড়কে ঝরল ৫ জনের প্রাণ

আজকের পত্রিকা ডেস্ক

রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১২ জন। নিহতদের মধ্যে তিনজন মোটরসাইকেল সংক্রান্ত দুর্ঘটনার শিকার হন।

সিরাজগঞ্জ: কামারখন্দের কোনাবাড়িতে বাস ও লরির সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে একজনের পরিচয় পাওয়া যায়। তিনি হলেন রংপুর জেলার পীরগঞ্জের শাকিল হোসেন।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বলেন, রাতে ঢাকা থেকে আসা একটি বাস কোনাবাড়িতে পৌঁছালে ঢাকাগামী একটি লরির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

মোহনপুর (রাজশাহী): পানবাহী ট্রাকের চাপায় আব্দুর রহমান নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে মহবতপুর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং ধুরইল মাস্টারপাড়া গ্রামের রিপন আলীর ছেলে।

গতকাল শুক্রবার বেলা ২টার দিকে ত্রিমোহানী-কালিগঞ্জ সড়কের কালিগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আব্দুর রহমান তার বাবার মোটরসাইকেল নিয়ে কালিগঞ্জ হাটে পৌঁছালে পানবাহী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জয়পুরহাট: মোটরসাইকেলের ধাক্কায় দৌলত আলী দেলো (৫৮) নামের এক কৃষক নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার দোগাছী ইউনিয়নের জিতারপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত দৌলত আলী জিতারপুর পশ্চিমপাড়ার বাসিন্দা।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাজু মিয়া নামের একজন মোটরসাইকেল নিয়ে জয়পুরহাট থেকে নওগাঁর ধামইরহাটে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে কৃষক দৌলত ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মোটরসাইকেলের চালক রাজুও গুরুতর আহত হন বলে সদর থানার ওসি এ কে এম আলমগীর জাহান জানিয়েছেন।

শিবগঞ্জ (বগুড়া): মোটরসাইকেল দুর্ঘটনায় গোলাম মোস্তফা (৫৭) নামের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে বিকেল ৪টার দিকে উপজেলার শ্যামপুর ব্রিজ এলাকায় তিনি আহত হন।

গোলাম মোস্তফা উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। তিনি সেনাবাহিনী থেকে অবসরের পর স্থানীয় পাকুরতলা বন্দরে রড সিমেন্টের ব্যবসা করতেন।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সৈয়দ আলমগীর জানান, গোলাম মোস্তফা বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে রাস্তার পাশের গর্তে চাকা আটকে গেলে তিনি ছিটকে পড়েন। এ সময় মোটরসাইকেলে থাকা মোহাম্মদ আলী নামের একজন আহত হন। স্থানীয় বাসিন্দারা আহত মোস্তফাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাত ৯টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন