নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের সোহেল খান (৩৮) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গত বৃহস্পতিবার দিবাগত ১২টার দিকে দিঘলিয়া বাজারের পাশের সেতুর পূর্ব পাড়ে এ ঘটনা ঘটে। নিহত সোহেল খান কুমড়ি গ্রামের বদিয়ার খানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোহেল খান নড়াইল জেলা বিশেষ শাখার (ডিএসবি) তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর নামে ৩টি হত্যা মামলা সহ ১৩টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন দিন ধরে পলাতক ছিলেন। তিনি সম্প্রতি দিঘলিয়া ইউনিয়নের দিঘলিয়া পূর্ব পাড়া শ্বশুর বাড়ি বেড়াতে আসেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে বাড়ির উঠানে বসে স্ত্রীর সঙ্গে গল্প করছিলেন। এর মধ্যে বাড়ির বাইরে কিছু লোকের হাঁটাহাঁটির শব্দ শুনে বাইরে এলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
ওই রাতেই লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলনসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে নড়াইল জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায় গতকাল শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি।