Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

৩০০ একর ধানখেত জলাবদ্ধ

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

৩০০ একর ধানখেত জলাবদ্ধ

চাঁদপুরের কচুয়ায় বোয়ালজুড়ি ও জোড়াখালের জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ৩০০ একর জমির ধান। পানিতে তলিয়ে যেতে দেখে পাকা ধান নিয়ে বিপাকে পড়েছেন ওই মাঠের প্রায় ৪ হাজার কৃষক। নিচু এলাকা হওয়ায় ওই মাঠে বছরে একবারই ইরি ধান উৎপন্ন হয়; যা দিয়ে ওই এলাকার মানুষের সারা বছরের চাহিদা মিটিয়ে অবশিষ্ট ধান বাজারে বিক্রি করেন কৃষকেরা।

সরেজমিনে দেখা যায়, মাঠের পূর্ব, উত্তর ও দক্ষিণে রয়েছে প্রবহমান বোয়ালজুড়ি খাল। যে খাল সরাসরি এসে পড়েছে মেঘনা ও ডাকাতিয়া নদীতে। প্রতিবছর ওই খালের পানি দিয়ে বিএডিসি সেচ প্রকল্পের মাধ্যমে চাষাবাদ হয়ে থাকে। মাঠ থেকে ধান সংগ্রহ করে নিয়ে আসার জন্য খালের ওপর কোনো ব্রিজ না থাকায় চলাচলের জন্য বাঁশের অস্থায়ী সেতু দিয়ে ধান নিয়ে খাল পারাপার করতে হতো কৃষকদের। হঠাৎ জোয়ার আসায় ওই সেতু পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া বিলের মাঝখান দিয়ে মাঠ থেকে ধান কেটে বাড়ি নিয়ে যাওয়ার নেই কোনো রাস্তা।

ওই মাঠের কৃষক ও সেচ প্রকল্পের ম্যানেজার জসিম উদ্দিন জানান, আলিয়ারা-কাঠালিয়ার বিলের চারপাশের ১০ গ্রামের প্রায় ৪ হাজার কৃষক বিএডিসি সেচ প্রকল্পের মাধ্যমে ওই মাঠে ধান চাষ করে আসছেন। আগাম বৃষ্টি, বোয়ালজুড়ি ও জোড়াখালের জোয়ারের পানি মাঠে ঢুকে পড়ায় তলিয়ে যাচ্ছে এই মাঠের ফসল। এ ছাড়া পানিনিষ্কাশনের নেই কোনো ব্যবস্থা।

ওই মাঠের কৃষক বিমল, আবদুর রহিম মোল্লা, আতাউল করিম ও আনোয়ার হোসেন জানান, মাঠের মধ্যখানে কাঠালিয়া থেকে আলিয়ারা পর্যন্ত মাঝ বরাবর একটি রাস্তা নির্মাণ, খালের পাড়ে বাঁধ ও বোয়ালজুড়ি খালের ওপর পাকা ব্রিজ নির্মাণ করলে ধান সংগ্রহ করা সম্ভব। তা ছাড়া মাঠের ভেতর পানি আসা বন্ধ করতে পারলে কিংবা পানিনিষ্কাশনের ব্যবস্থা থাকলে এ সমস্যা হতো না। এ পর্যন্ত ওই বিলের ২০-২৫ একর জমির ধান সংগ্রহ করা সম্ভব হয়েছে। বাকি জমির ফসলি ধান নিয়ে বিপাকে পড়েছেন ওই এলাকার কৃষকেরা। তাই তাঁরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে কৃষকদের ধান চাষাবাদ এবং ফসলি জমির ধান সংগ্রহ করতে রাস্তা ও ব্রিজ নির্মাণের দাবি জানান।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোফায়েল হোসেন বলেন, ‘আমি ওই মাঠ পরিদর্শন করেছি। ধানের অধিক ফলনের জন্য ওই মাঠ বিখ্যাত। বোয়ালজুড়ি খালের চাড়টভাঙ্গা এলাকায় একটি স্লুইসগেট বা বাঁধ দিলে বর্ষা মৌসুমে ওই মাঠে পানি ঢুকতে পারবে না। তা ছাড়া খাল খনন করলে ওই খালের পানি সেচ মৌসুমে ব্যবহার করা যেতে পারে। এতে করে কৃষকদের ধান ফলন ও সংগ্রহ করা সহজ হবে। বিলের মধ্যখানে কম্বাইন হারভেস্টার মেশিন পাঠানোরও কোনো ব্যবস্থা নেই।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোতাছেম বিল্যাহ জানান, কাঠালিয়া বিলের কৃষকদের কথা চিন্তা করে খালের ভেতর স্লুইসগেট বা যা কিছু হোক, দ্রুত একটি ব্যবস্থা নেওয়া হবে। কৃষকের অধিক ফসল ফলানোর জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ