বিনোদন প্রতিবেদক, ঢাকা
একের পর এক নতুন সিনেমা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন পূজা চেরি। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন ‘পরী’ নামের একটি সিনেমায়। নাট্যনির্মাতা মাহমুদুর রহমান হিমির পরিচালনায় এই সিনেমায় পূজার নায়ক ফারহান আহমেদ জোভান। প্রথম বারের মতো জুটি বাঁধছেন তাঁরা। সাজু মুনতাসিরের গল্পে সিনেমার চিত্রনাট্য করেছেন রায়হান খান।
শুটিংয়ে অংশ নিতে পূজা এখন ব্যাংককে। পূজা বলেন, ‘সিনেমার শুটিং করতেই ব্যাংককে আসা। একটানা শুটিং হবে। ভিন্ন রকম একটি গল্প। ব্যাংককের বিভিন্ন মনোরম লোকেশনে এর শুটিং হচ্ছে। তবে এখনই সিনেমার বিস্তারিত বলা যাচ্ছে না পলিসিগত কারণে।’
এ বিষয়ে জোভান বলেন, ‘সিনেমাটি তৈরি হচ্ছে বাংলাদেশে ঘটে যাওয়া একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে। হিউম্যান ট্রাফিকিং নিয়ে এর গল্প হলেও এখানে ড্রামা, রোমান্স, থ্রিল—সবই থাকছে। আমি অভিনয় করছি দেশের শোবিজ অঙ্গনের একজন বড় তারকা বা সুপারস্টার চরিত্রে।’
জোভান আরও বলেন, ‘পরিচালক হিমির সঙ্গে আগেও কাজ করেছি। ওগুলো ছিল নাটকের কাজ। তাঁর সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা সব সময়ই ভালো। আর পূজার সঙ্গে এটাই আমার প্রথম কাজ। যতটুকু খেয়াল করলাম, তাতে আমার মনে হয়েছে পূজা অনেক প্রমিসিং। তাঁর সঙ্গে কাজ করেও ভালো লাগছে।’
সিনেমাটি তৈরি হচ্ছে নারী পাচারের গল্প নিয়ে। পূজা একজন বার ড্যান্সার, যাঁকে বাংলাদেশ থেকে পাচার করে ব্যাংককে নিয়ে যাওয়া হয় এবং কৌশলে সে দেশে ফিরে আসার চেষ্টা চালাতে থাকে। থাইল্যান্ডের পাশাপাশি বাংলাদেশেও শুটিং হবে সিনেমাটির। এরই মধ্যে ব্যাংককে চার দিন শুটিং হয়েছে আরও চার দিন হবে। বাকি অংশের কাজ হবে ঢাকায়। ‘পরী’ তৈরি হচ্ছে দেশীয় একটি নতুন ওটিটি প্ল্যাটফর্মের জন্য।
নাইনটিন ফিফটি টুর ব্যানারে নির্মিত এ সিনেমায় আরও অভিনয় করছেন তারিক আনাম খান, বাচ্চু, সিনথিয়া প্রমুখ। চলতি বছরের শেষ দিকে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।
মূলত ছোট পর্দার কাজেই এখন জোভানের ব্যস্ততা বেশি। অন্যদিকে পূজা শেষ করেছেন ‘নাকফুল’ সিনেমার শুটিং। মুক্তির অপেক্ষায় আছে তাঁর অভিনীত ‘হৃদিতা’। আনিসুল হকের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি।