সিলেটের বিশ্বনাথ পৌরসভার নবনির্বাচিত মেয়র মুহিবুর রহমান ও কাউন্সিলররা দায়িত্ব গ্রহণ করেছেন। গত সোমবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক অনুষ্ঠানের তাঁরা দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বিদায়ী পৌর প্রশাসক ও ইউএনও নুসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান।
পৌর ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা সুরমান আলী সুমনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা পরিষদ সদস্য গিয়াস উদ্দিন, এসি ল্যান্ড আসমা জাহান সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শাহ আসাদুজ্জামান আসাদ, বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রফিক হাসান, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জহুর আলী, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর রাসনা বেগম, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ প্রমুখ।